ঝালকাঠি
ইয়াবাসহ নলছিটির শাহিন আটক
নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল জেলা ডিবির অভিযানে ইয়াবাসহ নলছিটির সাইদুর রহমান শাহিন(৩৫) আটক। বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, (১জুন) বুধবার বাকেরগঞ্জ উপজেলার দাওকাঠি মিলঘরের সামনে চেকপোস্ট বসান বরিশাল জেলা ডিবি। সেসময় সাইদুর রহমান শাহিনকে তল্লাশি করলে তার কাছে থেকে ষাট পিস(৬০) ইয়াবা উদ্ধার করেন তারা।
সাইদুর রহমান শাহিন নলছিটি উপজেলার কুশাংগল গ্রামের আব্দুস সালামের ছেলে।
তিনি নিজেকে বরিশাল স্থানীয় একটি দৈনিক পত্রিকার নলছিঠি প্রতিনিধি হিসেবে কর্মরত আছে বলে জানিয়েছেন পুলিশকে। তার কাছ থেকে বরিশালের স্থানীয় দৈনিকের একটি আইডি কার্ডও পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ।
বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্য রঞ্জন খাসকেল বলেন, বুধবার রাতে শাহিন নামের এক যুবককে আটক করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় আজ বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করলে শাহিনকে কারাগারে পাঠান বিচারক।