জাতীয়
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
রির্পোট দেশ জনপদ ॥ কিশোরগঞ্জ শহরের বত্রিশ ও সদরের কলাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি দল। আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
র্যাবের কোম্পানী কমান্ডার লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের বত্রিশ এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় মনিপুরঘাট এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে বাবুল মিয়াকে ৫০০ পিস ইয়াবা, নগদ ১৮ হাজার ৭০০ টাকা ও একটি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়। এছাড়া সোয়া ১২ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার কলাপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় র্যাব। এ সময় কলাপাড়া গ্রামের মৃত সাঈদ বিন আমিন দীপ্তর স্ত্রী জান্নাতুল ইসলাম বৃষ্টিকে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবত মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করে। পরে তাদেরকে কিশোরগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়।