বরিশাল
ইসলাম ধর্ম নিয়ে ববি শিক্ষার্থীর কটুক্তি : শাস্তি দাবি সাধারণ শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক ॥ ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে তাওহীদ ফেরদৌস শাওন নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। মুঠোফোনে ফেসবুকে পোস্ট দেওয়ার কথা স্বীকার করেছেন ওই শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষার্থী জানান, কিছু শব্দ চয়নের জন্য তিনি ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চেয়েছেন।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার (Touhid Ferdous Sawn) আইডি থেকে বিভিন্ন ফেসবুক পোস্ট ও কমেন্ট ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, অভিযুক্ত তাওহীদ ফেরদৌস শাওন দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ইসলামের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে মন্তব্য করে আসছিলেন।
সেসব পোস্ট ও কমেন্টের স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও ছাত্রছাত্রীদের মধ্যে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। সাধারণ শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের জন্য সামাজিক মাধ্যমে দাবি জানায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার বলেন, এক শিক্ষার্থীর বিরুদ্ধে মৌখিক অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগ পেলে এবং সেগুলো পর্যালোচনা করে আমরা আনুষ্ঠানিক ভাবে ব্যবস্থা নেবো।