সারাদেশ
বরিশাল থেকে ছেড়ে যাওয়া বাস দুর্ঘটনা কবলে, ১২ যাত্রীসহ হেলপার হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক : বরিশাল থেকে যাত্রী নিয়ে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া এমএম পরিবহনের একটি বাস মাঝপথে দুর্ঘটনা কবলে পড়েছে। শুক্রবার রাত ১০টার দিকে পুখুরিয়া ও ভবুকদিয়ার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনায় নারী-পুরুষসহ ১২ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত বাসের হেলপারকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য চালাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান।
ওসি জানায়, বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে এমএম পরিবহন নামের একটি বাস বিয়ের যাত্রী নিয়ে যাচ্ছিল। রাত ১০টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে যায়। এতে নারী-পুরুষসহ ১০-১২ জন আহত হন।