পিরোজপুর
পিরোজপুরে ৪০টি মোবাইল ও ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ
পিরোজপুরে ৪০টি মোবাইল, বিকাশে ভুল নাম্বারে যাওয়া ৯০ হাজার টাকা ও হ্যাকড হওয়া ৩টি ফেইসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা একটি সভার মাধ্যমে উদ্ধারকৃত মোবাইল, নগদ টাকা ও ফেইসবুক অ্যাকাউন্ট ভুক্তভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
সভায় জানানো হয়, জেলার বিভিন্ন থানায় হারানো মোবাইল, অনলাইন ট্রানজেকশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকড হওয়া সংক্রান্ত জিডিসমূহ পর্যালোচনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা হতে ৪০টি হারানো বিভিন্ন ব্রান্ডের স্মার্ট মোবাইল ফোন ও অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে ৯০ হাজার টাকা এবং হ্যাকড হওয়া ৩টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে।
সভায় আরও জানায়, বিদেশে থাকা স্বামীর ইমো হ্যাকড করে স্ত্রী আনজিরা বেগমের ইমোতে কল দিয়ে বিপদে পরার কথা বলে বিকাশে টাকা চাইলে স্ত্রী সরল বিশ্বাসে অনলাইন ট্রানজেকশনের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন। পরবর্তীতে স্বামীর সঙ্গে কথা হলে জানতে পারেন তিনি ইমোর মাধ্যমে অনলাইন প্রতারণার শিকার হন। পরে পিরোজপুর সদর থানায় জিডি করলে পুলিশের তৎপরতায় কুষ্টিয়া থেকে তার ট্রানজেকশনের টাকাগুলো উদ্ধার করা হয়।
পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পিরোজপুর সদর উপজেলার মূলগ্রাম এলাকার হাবিবুর রহমানের ছেলে আবুল বাশার (৩১) এর ভুল নম্বরে চলে যাওয়া ২০ হাজার টাকা শেরপুর জেলা থেকে উদ্ধার করা হয়। এছাড়া সদর থানার জিডি মূলে- ১৯টি, ইন্দুরকানী থানা ৭টি, ভান্ডারিয়া থানা-৩টি, মঠবাড়ীয়া থানা-৮টি, নাজিরপুর থানা-৩টি মোবাইল ও ৩টি ফেইজবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। এ সংক্রান্ত পিরোজপুরে ১টি মামলা ও ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। ভুক্তভোগীরা তাদের মোবাইল, অনলাইন ট্রানজেকশনের ৭০ হাজার টাকা ও ফেইজবুক অ্যাকাউন্ট ফেরত পেয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আবু নাসের আরও বলেন, পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখা এ এরকম উদ্ধারজনিত কার্যক্রম অব্যাহত থাকবে। জেলা পুলিশ ইতঃপূর্বেও এরকম উদ্ধারজনিত কাজ করে সবসময় জনগণের পাশে অবস্থান করছে।