বরিশাল
বরিশালে দাবিকৃত চাঁদা না পেয়ে মা-ছেলের উপর সন্ত্রাসী হামলা
নিজস্ব প্রতিবেদক : বরিশালে দাবিকৃত চাঁদা না পেয়ে মা-ছেলের উপর হামলা করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে নগরীর ২১নং ওয়ার্ড গোরস্থান রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রেদাউন উল্লাহ অভি।
ভুক্তভোগী রেদাউন উল্লাহ অভি নগরীর ২১নং ওয়ার্ড গোরস্থান রোড এলাকার মৃত মো: হানিফের ছেলে। অপরদিকে অভিযুক্ত মোঃ মিলন তালুকদার (৩০) নগরীর ভাটিখানা এলাকার মোঃ শহিদুল ইসলাম তালুকদারের ছেলে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়- মোঃ মিলন তালুকদার ভুক্তভোগী রেদাউন উল্লাহ অভির কাছে ২০ হাজার টাকা দাবি করে আসছিল। অভি সেই টাকা দিতে অস্বীকার করায় গত সোমবার রাত ১০ টার দিকে রেদাউন উল্লাহ অভি তার মা রাবেয়া খানমকে নিয়ে জরুরী কাজে যাওয়ার কোতয়ালী মডেল থানার সামনে বসে মিলন তালুকদারের সাথে তাদের কথাকাটি হয়।
ভুক্তভোগী অভি বলেন, এরপর মিলন অভিকে মিমাংসার কথা বলে রাত ১১টার দিকে তাকে গোরস্থান রোডে ফোন দিয়ে আসতে বলে। তখন অভি তার মাকে সাথে নিয়ে গোরস্থান রোডে গেলে মিলন ও তার বোন জামাইসহ আরও ৬-৭ জনের একদল সন্ত্রাসী দল অতর্কিত হামলা চালিয়ে অভির হাতের ২ বড়ি স্বর্ণের বেসলেট ও একটি মোবাইল এবং তার মায়ের গলা থেকে ১ বড়ি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা বাধা দিতে গেলে তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তাদেরকে মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।