পটুয়াখালী
বাউফলে সহকারী প্রধান শিক্ষককে মারধর
পটুয়াখালীর বাউফলে ক্লাস রুটিন তৈরির করার ঘটনার প্রতিবাদে সহকারী প্রধান শিক্ষককে মারধর করেছে প্রধান শিক্ষক। সোমবার দুপুরে উপজেলার বিলবিলাস আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এ ঘটনার উপজেলা নির্বাহী অফিসার ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম উভয় পক্ষকে তার কার্যালয়ে ডেকেছেন।
প্রত্যক্ষদশী সূত্রে জানাগেছে, রবিবার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল আলম তার পছন্দের কয়েক জন শিক্ষকদের নিয়ে ক্লাস রুটিন তৈরি করেন। নিয়মানুযায় এ রুটিন তৈরি করার কথা সহকারী প্রধান শিক্ষক সেলিম রেজার। সহকারী শিক্ষক ক্লাস রুটিন করায় বিষয়টি নিয়ে আপত্তি জানালে প্রধান শিক্ষক কর্নপাত না করে সহকারী শিক্ষক সেলিম রেজাকে শাসাতে থাকে। এ নিয়ে সোমবার দুপুর সারে ১২টার দিকে সেলিম রেজা তার কক্ষে বসে অন্য শিক্ষকদের সাথে কথা বলছিলেন। এ সময় প্রধান শিক্ষক খায়রুল আলম সহকারী প্রধান শিক্ষক সেলিম রেজার কক্ষে ঢুকে তার সাথে অশোভন আচরণ করেন। প্রতিবাদ করলে প্রধান শিক্ষক খায়রুল আলম সহকারী প্রধান শিক্ষক সেলিম রেজাকে কিল ঘুষি মারেন এবং তাকে দেখে নেয়ার হুমকি দেন। পরে অন্য শিক্ষকরা এসে পরিস্থিতি শান্ত করেন।
জানাগেছে, প্রধান শিক্ষক খায়রুল আলমের নিয়োগ নিয়ে সহকারী প্রধান শিক্ষক সেলিম রেজার সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিধি লঙ্গন করে প্রধান শিক্ষোক নিয়োগ নিয়ে উচ্চ আদালতে মামলা চলোমান রয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক খায়রুল আলম বলেন, আমি সহকারী প্রধান শিক্ষকের গায়ে হাত তুলিনি। বিরোধ থাকায় তিনি আমার বিরুদ্দে অপপ্রচার চালাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনা জানার পরে আমি প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে ডেকেছি। উভয় পক্ষের কথাবার্তা শুনে ব্যবস্থা নেওয়া হবে।