উজিরপুর
ট্রলার চালক অপহৃত : উজিরপুরে এলাকাবাসীর মানববন্ধনে মহাসড়কে ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে অপহৃত ট্রলার চালক মাহাবুব হাওলাদারের সন্ধানে মানববন্ধন করেছে প্রায় দুই হাজার এলাকাবাসী।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী বাসস্ট্যান্ডে স্বজন ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
এ সময় বক্তব্য দেন উজিরপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. শহীদুল ইসলাম খান, সদস্য সচিব মো. রোকুনুজ্জামান টুলু, যুগ্ম আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন আকন, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, উজিরপুর সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম।
নিখোঁজ মাহবুবের বড় ভাই মো. জামাল হোসেন বলেন, ‘আমার ভাই একজন নিরীহ মানুষ। তিনি ট্রলার চালক তাকে বিনা কারণে অপহরণ করা হয়েছে। আজ ১১ দিন পর্যন্ত আমরা তাকে খুঁজে পাচ্ছি না। আমরা তাকে জীবিত অবস্থায় খোঁজ চাই।’
বক্তারা বলেন, ৫ আগস্ট এর পর থেকে একদল মৌসুমি চাঁদাবাজ, কিশোর গ্যাং, দখলবাজ সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন প্রকার অগ্নিসংযোগ অপহরণ গুমের মত জঘন্য অপকর্মের জড়িত হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, তারই ধারাবাহিকতায় মাহবুবকে ওই চাঁদাবাজ সন্ত্রাসীরা কৌশলে ট্রলারসহ অপহরণ করে গুম করে রেখেছে। তাই পুলিশ প্রশাসনকে অপহরণের শিকার মাহবুবকে খুঁজে পাওয়ার দাবি করেন। একদল চাঁদাবাজ মিলে একের পর এক অঘটন ঘটিয়ে দলের ওপরে চাপের চেষ্টা করছেন। তাদেরকে প্রতিরোধ করতে হবে, একই সঙ্গে এ সকল মৌসুমি চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। দেশের মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়, সবাইকে দখলদার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ বিষয়ে পুলিশকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে।
ঘাটের ইজারাদার ও নিখোঁজ মাহবুবের ভাই জামাল হোসেন জানান, তার ভাইকে খোঁজ না দেয়া পর্যন্ত ট্রলার বন্ধ থাকবে। এসময় নিখোঁজ মাহবুবকে উদ্ধারে ৪৮ ঘণ্টা আল্টিমেটাম দেয়া হয়। ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।
উল্লেখ্য, বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের ট্রলার চালক মাহাবুব হাওলাদার বাবুগঞ্জ-উজিরপুর সন্ধ্যা নদী থেকে ৩১ জানুয়ারি রাত দশটার দিকে রাহুতকাঠী ঘাট থেকে শিকারপুর আসার পথে ট্রলারসহ নিখোঁজ হন। তারপর গত ৬ দিনও তার সন্ধান মেলেনি। তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাহাবুল হাওলাদার শিকারপুর খেয়াঘাটে নিয়মিত পারাপারের জন্য ট্রলার চালাতেন। ঘটনার দিন ৩১ জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে ৮ থেকে ১০ জন তরুণ ও কিশোর যাত্রী তার ট্রলারে ওঠে। নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্য করতে কেউ আসেনি।
নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ধারণা পূর্ব শত্রুতার জেরে অথবা চাঁদাবাজদের চাঁদা না দেয়ার কারণে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে।
এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি ও পরে নিয়মিত একটি মামলা করা হয়েছে। এদিকে উভয় থানার পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও সহকারী পুলিশ সুপার মো. ইকরামুল আহাদ। তারা পরিবারকে মানববন্ধন স্থগিত করার অনুরোধ করে নিখোঁজকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বাবুগঞ্জ থানা পুলিশ ও উজিরপুর থানা পুলিশ যৌথ ভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এসময় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করার ফলে কয়েক হাজার যানবাহন বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে মানববন্ধন প্রত্যাহার করা হয়।