বরিশাল
বরিশালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্ট
নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ আয়োজনে চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় নগরীর আমতলা মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিশেষ চেকপোস্ট অভিযানে যানবাহনের বেপরোয়া গতি, মেয়াদোত্তীর্ন কাগজপত্র, হাইড্রলিক হর্ণ, ওভার লোডসহ বিভিন্ন অপরাধে অভিযুক্তদের সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে মামলা ও জরিমানা প্রদান করা হয়। এছাড়াও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার পাশাপাশি দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান করা হয়।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ চেকপোস্ট অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট অভিযান নগরবাসীর মনে কিছুটা সস্তির বার্তা দিয়েছে। সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছে সুশীল সমাজের প্রতিনিধিরা।