বরিশাল
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক এলবার্ট, সদস্যসচিব কানু
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বরিশাল মহানগরের শাখার প্রত্যাশিত নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সৎ ও পরিচ্ছন্ন মানুষ হিসেবে সমাধিক পরিচিত এলবার্ট রিপন বল্লভকে আহ্বায়ক এবং কানু সাহাকে সদস্যসচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি। গত ৫ ফেব্রুয়ারি অনুমোদিত এই কমিটিতে বিজয় ভক্ত, অল্যোক বসু, অশোক কুমার ঠাকুর, গিলবার্ট চৌধুরী অশোক এবং চঞ্চল দাস কালুকে যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং মহাসচিব এসএন তরুণ দে বরিশাল মহানগর শাখা কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। কাঙ্খিত নেতৃত্বকে নির্বাচিত করায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল মহানগরের নতুন নেতৃত্ব।
নতুন কমিটির আহ্বায়ক এলবার্ট রিপন জানান, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বিএনপির সহযোগী সংগঠন। এই সংগঠনের পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন করে গঠন করা হয়েছে। এতে তাকে আহ্বায়ক এবং কানু সাহাকে সদস্যসচিব করে ৩৫ সদস্যের নাম ঘোষণা করা হয়, যাদের মধ্যে ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এলবার্ট রিপন বল্লভ প্রাক্তন কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নয়া কমিটির সদস্যরা জানিয়েছেন, এবারের কমিটি নবীণ-যুব এবং প্রবীণদের সমন্বয়ে গঠন করাসহ যোগ্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রত্যাশিত নেতৃত্ব নিজেদের সম্প্রদায়ের মধ্যে শান্তি বজায় রাখাসহ ধর্ম-বর্ণ উপেক্ষা করে সম্প্রতি ধরে রাখতে অগ্রণী ভূমিকা রাখবে, মন্তব্য পাওয়া গেছে।
অবশ্য নয়া কমিটির আহ্বায়ক এলবার্ট রিপন এবং সদস্যসচিব কানু সাহাও সদস্যদের প্রত্যাশা পূরণে কাজ করার পাশাপাশি জাতীয়তাবাদী শক্তি বিএনপির বিস্তৃতি লাভে ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন। এবং অভীষ্ট লক্ষে পৌঁছানোর ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি বরিশালের সকল মানুষের সহযোগিতা কামনা করেছেন।’