কলাপাড়া
কুয়াকাটায় রাতের আঁধারে সাংবাদিককে কুপিয়ে জখম
পটুয়াখালীর কুয়াকাটা পৌর যুবদল সদস্য সচিব ও বাংলাভিশন কলাপাড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জহিরুল ইসলাম মিরনকে উপর্যুপুরি কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে কুয়াকাটা পৌরসভার নিজ বাসার সামনে তার ওপর এই হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসী। মুমূর্ষ অবস্থায় তাকে আত্মীয়স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গেছে- মিরন ওই রাতেই ঢাকা থেকে ফিরে বাস থেকে নেমে টার্মিনাল থেকে ৫০ গজ দূরত্বে তার বাসায় ফিরছিলেন। বাসায় ঢোকার আগ মুহূর্তে পূর্ব থেকে ওত পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা তাকে এলোপাতারি কুপিয়ে মারাত্মক জখম করে।
চিকিৎসকরা জানিয়েছেন- তার এক হাতের রগ কেটে দিয়েছে অন্য হাতের কব্জি ঝুলন্ত অবস্থায় আছে। এছাড়াও কপাল মাথা হাত পেটসহ শরীরে অসংখ্য গভীর কোপের চিহ্ন রয়েছে।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ ব্যাপক লোকজন জড়ো হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ মুসল্লীকে প্রশ্ন করা হলে তিনি ঘটনার তীব্র নিন্দা জানান।
এছাড়া কুয়াকাটা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন- এই ঘটনায় তিনি তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি এবং স্থানীয় সাংবাদিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
মহিপুর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত করে আসামি চিহ্নিত করে গ্রেফতার ও আইনের আওতায় আনা হবে।



