বরিশাল
ভোলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ২
ভোলায় নৌবাহিনীর ও র্যাবের যৌথ অভিযানে অস্ত্র ও কার্তুজসহ দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) মাঝরাতে ভোলা নৌবাহিনী কন্টিনজেন্টের সদস্যরা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার মো. গিয়াস উদ্দিন ও মো. হাসান। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্টের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট এন এম সরোয়ার জাহান এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
ব্রিফিংয়ে তিনি জানান, অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার মাঝ রাতে অভিযান চালিয়ে রাজাপুর ইউনিয়নের শ্যামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় এদের কাছ থেকে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, একটি পাইপগান, একটি চাপাতি, একটি ছুরি, পাঁচটি মোবাইল, একটি ল্যাপটপ ও সিসিটিভির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আটকৃতদেরকে জব্দকৃত মালামালসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত যৌথ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।