বরিশাল
তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে স্বর্ণ ও টাকা আত্মসাৎ, বরিশালে গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক : বরিশালে প্রেমের ফাঁদে ফেলে ১৭ বছরের এক তরুণীর কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। পাশাপাশি কিছু স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আটককৃতরা হলো- এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পাংশা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে মোঃ নাফিজুর রহমান(২২), গোপালগঞ্জের রাধাগঞ্জ গ্রামের মৃত শামিউল আলমের ছেলে শফিউল আলম প্রিন্স (২৩)।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, গতকাল বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) গীতা রানী পাল (ছদ্মনাম) নামে ১৭ বছরের এক তরুণী ঢাকা মেট্রোপলিটনের লালবাগ থানায় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে অপহরণ, স্বর্ণালংকার, নগদ অর্থ আত্মসাতের ঘটনার একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি বিস্তারিত জানার পরে লালবাগ থানার ওসি ভিকটিমের পরিবারকে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানা পুলিশের কাছে প্রেরণ করেন। পাশাপাশি লালবাগ থানার ও এয়ারপোর্ট থানা পুলিশকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন।
রুনা লায়লা বলেন, ভিকটিমের এমন অভিযোগের প্রাথমিক প্রযুক্তিগত সত্যতা পেলে লালবাগ থানা পুলিশ একটি মামলা রুজু করেন এবং সেই মামলার কপি ও প্রয়োজনীয় কাগজপত্র এয়ারপোর্ট থানায় প্রেরণ করেন। যার প্রেক্ষিতে থানা পুলিশের একটি দল রহমতপুর এলাকায় গত রাতে অভিযান পরিচালনা করে মো. নাফিজুর রহমান ও শফিউল আলম প্রিন্সকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে থাকা বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে ১১ ভরি ১ আনা ২ রতি স্বর্ণালংকার, নগদ ৭১০ টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তিনি বলেন, নিয়মানুযায়ী গ্রেপ্তারকৃতদের লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।