বরিশাল
হিজলায় জাটকা ইলিশ রক্ষায় বিশেষ কম্বিং অভিযান
বরিশালের হিজলা উপজেলায় জাটকা ইলিশ রক্ষা ও অবৈধ কারেন্টজাল বন্ধে বিশেষ কম্বিং অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার বিকাল ৪ টা হতে রাত ১০ টা পর্যন্ত মেঘনার শাখা নদীর বাউশিয়া অংশে এ অভিযান করা হয়েছে।অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অপরাধে ৯ জন জেলে ও প্রায় ৮০ কেজি জাটকা ইলিশ আটক করা হয়েছে।
এছাড়াও আনুমানিক ৬২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভুমি ইয়াসিন সাদেক ভ্রাম্যমান আদালতে আটক ৬ জন জেলেকে ১৫ হাজার টাকা অর্থ দন্ড এবং আটক মাছ এতিম খানা ও দুস্ত মানুষের মাঝে বিতরণ করেন।
উদ্ধার করা অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। কম্বিং অভিযানে উপস্তিত ছিলেন বরিশাল জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাক,হিজলা নৌ-পুলিশ পরিদর্শক ওয়াহিদুজ্জামান,হিজলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী জামাল মুন্সি সহ অনেকে।
হিজলা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ ওয়াহিদুজ্জামান জানান মেঘনা নদীতে অবৈধ জাটকা ইলিশ ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের দায়ে ৯ জন জেলেকে আটক করি।৬ জন জেলেক নগদ জরিমানা ও ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং ২ জনকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।