বরিশাল
বরিশালে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কালুশাহ সড়ক থেকে নিখোঁজ হয়েছেন মিনতি দেবনাথ (৫০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারী। নিখোঁজের দুই পরও তাকে নগরীর বিভিন্ন এলাকায় খুঁজে না পাওয়ায় চরম শংকায় রয়েছেন তার পরিবার। এর আগেও তিনি একাধিক বার নিখোঁজ হলেও বরিশাল নগরী থেকে তাকে উদ্ধার করা হয়েছিল।
নিখোঁজ নারীর ছেলে বিপ্লব দেবনাথ বলেন, দুই মাস আগে কাউকে কিছু না বলে বরিশাল নগরীর কালুশাহ সড়কের বাসা থেকে তিনি বের হয়ে যান। এসময় তার পড়নে লাল রঙের কাপড় পরা ও সঙ্গে ঝুলির মত একটি ব্যাগ ছিল।
তার গায়ের রং শ্যামলা ও চুল পাকা। এর আগে একাধিক বার তিনি নিখোঁজ হলেও বরিশাল নগরীর বাইরে না যাওয়ায় তাকে খুঁজে পাওয়া গিয়েছিল। তাকে দেখতে পেলে ০১৩৩১৪৪২০৫২ মোবাইল নম্বরে জানানোর অনুরোধ জানান ছেলে বিপ্লব।
কোতয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, নিখোঁজের ঘটনায় থানায় কোন সাধারণ ডায়েরী বা অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।