বরিশাল
বরিশালে স্কুলছাত্র রাব্বি হত্যা: আরেক আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্র রাব্বি হাওলাদার (১৮) হত্যা মামলার আরো এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মো. সাগর খন্দকার নামের ওই আসামিকে বাবুগঞ্জের পশ্চিম রহমতপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব-৮।
সাগর (২৮) বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি এলাকার হাকিম খন্দকারের ছেলে। তিনি রাব্বি হত্যা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামি। তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয় ৩ নম্বর এজাহারভুক্ত আসামি মো. সাকিবকে (২৭)। সাকিব উপজেলার পূর্ব রহমতপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
এ নিয়ে রাব্বি হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামির মধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে। বাকি ১ এবং ২ নম্বর এজাহারভুক্ত আসামি আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব ও পুলিশ।
এর আগে শনিবার সকালে রাব্বি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের ওপর মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে এলাকাবাসী।
প্রায় ঘণ্টাব্যাপি অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বলে। এ সময় ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না হলে বিমান বন্দর থানা ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়ে স্থানীয়রা।
এর তিনঘণ্টার মধ্যেই দুপুর আড়াইটার দিকে হত্যা মামলার তিন নম্বর আসামি ও বিকেল সাড়ে ৫টার দিকে চার নম্বর এজাহারভুক্ত আসামিকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, নিখোঁজের চারদিন পর গত বুধবার সকালে পূর্ব রহমতপুর গোডাউন এলাকা থেকে রাব্বি হাওলাদারের (১৮) মৃতদেহ উদ্ধার করা হয়। রাব্বি ওই এলাকার বাচ্চু হাওলাদারের ছেলে।
এ ঘটনায় ঘটনার দিন বিকেলে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় নিহতের বড় ভাই জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় উপজেলার বকশির চর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে সেন্টু হাওলাদার (৪৭), পূর্ব রহমতপুর গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে রেজাউল খান (২৮), একই গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে সাকিব (২৭) ও হাকিম খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৮) এবং অজ্ঞাতনামা আরো ৮ জনকে আসামি করা হয়।