বরিশাল
বরিশালে চাঞ্চল্যকর হত্যা মামলায় জামিনে বের হয়ে বাদী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার বন্দর থানা দিন ৪ নং ওয়ার্ড পূর্ব হিজলতলা এলাকায় আব্দুর রাজ্জাক খান ওরফে রাজা খান হত্যা মামলার ৩ নং আসামি কামাল হোসেন খান ৫ নং আসামী জালাল হাওলাদার জামিনে বের হয়ে বাদী ফয়জুন্নেসা বেগমকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ জানুয়ারি শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে বাদীর বসত ঘরের সামনে এ ঘটনা ঘটে।
ফয়জুন্নেসা অভিযোগ করেন, গত ২৬ ডিসেম্বর জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তুচ্ছ বিষয় নিয়ে আমাকে সহ আমার স্বামীকে হত্যার চেষ্টায় এলোপাতাড়ি ভাবে পিটিয়ে মারাত্মক জখম করে আসামী কামাল হোসেনের ছেলে রিফাত হোসেন, জালাল হাওলাদার এর ছেলে ফয়সাল হাওলাদার, জালালের স্ত্রী বকুল বেগম, মৃত কদম আলী খানের ছেলে কামাল হোসেন খান, কামাল হোসেনের স্ত্রী খাদিজা বেগম, মৃত আদম আলী হাওলাদার এর ছেলে জালাল হাওলাদার, জালাল হাওলাদার এর ছেলে উজ্জল হাওলাদার, নাসির উদ্দিনের স্ত্রী ফেরদৌসী বেগম,সহ অজ্ঞাতনামা ৪-৫ জন সহযোগী।
গুরুতর অবস্থায় আমার স্বামী রাজ্জাক খান ওরফে রাজা মিয়াকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরিভাবে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় ঐদিনই বন্দর থানায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
হত্যা মামলায় ১ নং আসামী রিফাত হোসেন বর্তমানে জেল হাজতে রয়েছে এবং ৩ নং আসামি কামাল হোসেন খান ও ৫ নং আসামী জালাল হাওলাদার বিজ্ঞ আদালত থেকে জামিনে বের হয়ে গত শুক্রবার সকাল সাতটয়
বাদীর বসত ঘরের সামনে এসে মামলা তুলে নিতে প্রাণ নাশের হুমকি দেয়। বর্তমানে বাদী ও তার পরিবার আসামিদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে ।