বরিশাল
হিজলা উপজেলার সীমান্তের কৃষিজমি রক্ষায় ১৪৪ ধারা জারি
বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের সীমান্তবর্তি কৃষিজমি রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলার গৌরবদী ইউনিয়নের বাগাদি ও বিরামপুর মৌজার ১৬৬ একর বিরোধীয় জমি নিয়ে দ্বন্ধ বিরাজমান রয়েছে।
হিজলা উপজেলার এ জমিতে অনাধিকার কেউ প্রবেশ বা দখল করতে না পারে সেজন্য বরিশাল আদালত এ নিষেধাজ্ঞা জারী করে। আনোয়ার মাষ্টার খালেক মোল্লা জাহের মাঝি আবুল হোসেন কাজি সাহেব আলী রেকর্ডীয় মালিক দাবী করে আদালতে ১৪৪ ও ১৪৫ ধারায় মামলা দায়ের করেন।
জানাযায় উপজেলার সীমান্তবর্তি মেহেন্দীগঞ্জ উপজেলার গোবিন্দ্রপুর ইউনিয়নের কিছু ভুমিদস্যুরা এ জমিতে রেকর্ডীয় মালিকদের ভয়ভীতি দেখিয়ে কৃষি ফসল নিয়ে যায়।উল্লেখিত মামলায় যাদের আসামী করা হয়েছে তারা এ জমিতে আসে না জানান।
গোবিন্দ্রপুর ইউনিয়নের মামলার আসামী বিল্লাল দেওয়ান সহ কয়েকজনে জানান আমরা কখনো হিজলার জমিতে যাইনি বা কৃষিকাজে বাধা সৃষ্টি করিনি।যিনি মামলার বাদী সে দীর্ঘদিন যাবৎ এ জমি ভোগদখল করে আসছে।আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
মামলার বাদী পাল্টা অভিযোগ করেন বলেন ৫ ই আগষ্টের পরে স্থানীয় লাটিয়াল বাহিনী আমাকে হুমকি দমকি দিয়ে আসছে।গত সপ্তাহে আমন ধান কাটতে গেলে ৫০ থেকে ৬০ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করতে আসে।তাই আমি আদালতের আশ্রয় নিয়েছি।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান সীমান্তে শান্তিশৃঙ্গলা রক্ষায় পুলিশ পাঠানো হয়েছে।উভয় পক্ষের সাথে আলোচনা করা হয়েছে।যে কেউ শান্তি ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা নেব।