পটুয়াখালী
বাউফলে দেশীয় অস্ত্র উদ্ধার, ছাত্রলীগ সভাপতির বাবা আটক
পটুয়াখালীর বাউফলে এক স্কুল শিক্ষকের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেশীয় পাইপগান ও বিভিন্ন প্রকারের অস্ত্র উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। এ ঘটনায় কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহাম্মুদ তুহিনের বাবা মোঃ খলিলুর রহমানকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে মায়ের দোয়া নামক একটি বেকারি কারখানা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুহিন মাহাম্মুদের বাবা দক্ষিণ নারায়ণপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমানের (খলিল মাস্টার) কুম্ভখালি গ্রাম এলাকায় অবস্থিত মায়ের দোয়া বেকারির কারখানা নামক একটি প্রতিষ্ঠানে গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বন্দুক, রামদা, একাধিক টেটা (পাঁচ কাটার চল)সহ ১০টি ইস্টিলের পাইপ ও কয়েকটি রড উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ। এ সময় অবৈধ অস্ত্র রাখার অপরাধে ছাত্রলীগ সভাপতির বাবা মো. খলিলুর রহমানকে আটক করে বাউফল থানা পুলিশ।
অস্ত্র রাখার বিষয়ে বেকারির মালিক খলিলুর রহমান বলেন, নিজেদের আত্মরক্ষার জন্য অস্ত্রগুলো রাখা হয়েছিল।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, একটি এয়ারগানসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বেকারির মালিক খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাধের জন্য আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বুধবার বেলা ১২টার দিকে ছাত্রলীগ সভাপতি তুৃহিন ও তার বাবা খলিলুর রহমানের দখল করা সরকারি সম্পত্তি দখলমুক্ত ও ২০২১ সালে ২৩ অক্টোবর কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে ছাত্রদলের কর্মীসভা চলাকালে সভায় ছাত্রলীগ সভাপতি তুহিনের নেতৃত্বে হামলা চালিয়ে ছাত্রদল সদস্য সাজিদ হোসেনসহ কয়েক জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনার প্রতিবাদ ও গ্রেফতার করে আইন আমলে আনার জন্য দাবি জানিয়ে কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে মানববন্ধন করেছে ছাত্রদল ও এলাকার কয়েকশ নারী পুরুষ।’