জাতীয়
বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের মারামারি, আহত ৭
নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে ফের মারামারির ঘটনা ঘটেছে। দুই পক্ষের মারামারিতে এক নারীসহ অন্তত সাত শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে বাংলামোটর রূপায়ণ টাওয়ারে এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহতরা হলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইমরান সরকার (২১), তেজগাঁও কলেজে জান্নাতুল মিম (২২), আবরার (২২), আলামিন (২৫), আফসার উদ্দিন (২৫), কবি নজরুল কলেজের ছাত্র আসিফ (২৪) ও ডেমরা বড় মাদ্রাসার ছাত্র মাসুদ (২৪)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, ‘বাংলামোটর থেকে কয়েকজন শিক্ষার্থী আহত অবস্থায় জরুরি বিভাগে এসেছেন। তাদের চিকিৎসা চলছে।’
বাংলামোটরের যেই ভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়, সেই একই ভবনে জাতীয় নাগরিক কমিটিরও কার্যালয়। আহত এক শিক্ষার্থী আলামিন ঢামেক হাসপাতাল থেকে সাংবাদিকদের বলেন, ‘সোমবার যাত্রাবাড়ী জোনের সমন্বয়কদের মতবিনিময় সভা ছিল। সভা শেষে বের হওয়ার সময় একজনকে মারধর করা হয়।
ওই বিষয়ে আজকে আলোচনা ছিল। এসময় আমাদের ওপর হামলা করা হয়। এতে আমাদের বেশ কয়েকজন সহযোদ্ধা গুরুতর আহত হয়ে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে।’
জানা গেছে, ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ ও নাঈমুর রশিদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। তবে এ ব্যাপারে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত ১০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রূপায়ণ টাওয়ারে একটি থানা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।