বরিশাল
আওয়ামী লীগ গণহত্যাকারী দল: বরিশালে জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক : জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল। সেই কারণে দল ও গণহত্যাকারী প্রত্যেক ব্যক্তির বিচার হোক।
আপনারা মিথ্যা মামলায় সাজানো স্বাক্ষীতে পাতানো আদালত দিয়ে আমাদের নেতাদের ফাঁসিয়ে দিয়েছেন, খুন করেছেন। আপনারা তো প্রকাশ্য দিবালোকের খুনি। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, তাহলে এমন দল জনগণ বরদাস্ত করবে না। রাজনীতি যদি জনকল্যাণকর হয় তাহলে যাকে খুশি তাকে বেছে নেবে জনগণ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর বলেন, আমাদের ধর্মীয় ও সামাজিক সম্প্রতি আছে। কিন্তু একটি গোষ্টি দেশকে সাড়ে ২৩ বছর বিভিন্নভাবে শাসন করেছে। ফ্যাসিবাদীদের বিদায় করে আমরা ভীত রচনা করেছি।
কিন্তু রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমরা তাদের বিদায় করতে পারিনি। আওয়ামী লীগ কাউকে সম্মান দিতেন না। এর ফল দুনিয়ায় কিছুটা পেয়েছে, কিছু বাকি আছে।
জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ আলেম ওলামাসহ অসংখ্য মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, গুম, পঙ্গু, কারাবন্দি করেছে। আওয়ামী ক্ষমতার পুরো সময় ধরে আমাদের সব অফিস তালাবন্ধ করে রেখেছে।
আসুন অতীতের সব দুঃশাসন ও দুর্নীতিকে পায়ের নিচে করব দিয়ে সামনে এগিয়ে যাই। আমরা দল, মত, জাতি-ধর্ম নির্বিশেষে ইনসাফের দেশের গড়ে তুলবো। যা হবে সাম্যের মানবিক বাংলাদেশ। তৈরি থাকুন, যুদ্ধ কেবল শুরু শেষ হয়নি।
কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম ও মুয়ায্যম হোসাইন হেলাল। বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আমির অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার প্রমুখ।