ঝালকাঠি
ঝালকাঠিতে অটোরিকশা হারিয়ে দিশেহারা প্রতিবন্ধী মামুন
ঝালকাঠি সদর উপজেলার আগারবাড়ী এলাকার মৃত এনায়েত হোসেনের ছেলে প্রতিবন্ধী মামুনের জীবন জীবিকার একমাত্র সম্বল অটোরিকশাটি চুরি হওয়ায় দিশেহারা প্রায় মামুন ও তার পরিবার।
গত রবিবার (১২ জানুয়ারি) গভীর রাতে পাঁচটি তালা কেটে কে বা কারা প্রতিবন্ধী মামুনে একমাত্র সম্বল অটোরিকশাটি নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে রিকশাটি না পেয়ে ঝালকাঠি সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ বিষয় প্রতিবন্ধী মামুন জানান, এনজিও থেকে কিস্তিতে টাকা তুলে নতুন একটি অটো রিকশা কিনে ঝালকাঠি শহরে চালাতেন। যা আয় হতো তা দিয়ে কিস্তি চালাতে এবং মা, স্ত্রী, ও সন্তানের মুখে খাবার দিতেন। ভালোই চলত পরিবার কিন্তু হঠাৎ তার পরিবারের উপর নেমে আসে কালো মেঘের থাবা। চুরি হওয়ার পর থেকে কিস্তির টাকার জন্য এনজিও কর্মীরা আসার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে থাকেন তারা। সেই থেকে পরিবারের মুখে খাবার দেয়ার মত কোন অর্থ নেই তাদের কাছে তারপর কিভাবে দিবে কিস্তির টাকা। এলাকাবাসী চাল ডাল দিয়ে সহযোগিতা করছেন। অটোচালক মামুনের একমাত্র মেয়ে মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে।
এ বিষয়ে স্থানীয়রা বলেন, মামুন একটি ভালো ছেলে যদি কোন অসহায় ব্যক্তি রাস্তা দিয়ে হেটে যায় তিনি জোর করে তার অটো রিকশায় নিয়ে আসে। এবং আমাদের এলাকায় যদি কেউ অসুস্থ হয় রাত যত গভীর হোক না কেন মামুনকে ডাক দিলে সে অটো রিকশা নিয়ে হাজির হয় সেই বাড়িতে।
সমাজের বিত্তবানদের কাছে আমাদের আবেদন আপনারা অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন। যদি মামুনের একটি অটোরিকশা হয় তাহলে কিস্তির টাকা পরিশোধ করে পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন।
মামুনের বৃদ্ধ মা কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার পরিবারের এখন কে দেখবে? ছেলে যা আয় করত তা দিয়ে আমাদের সংসার চলতো আমাদের জায়গা জমি বিক্রি করার মতো কিছু নেই। কিস্তি উঠিয়ে ছেলে একটি রিকশা কিনে, তা দিয়ে সংসার চালাতে। এখন আল্লাহই আমাদের একমাত্র ভরসা।