গৌরনদী
বরিশালে ইউএনও’র নাম ভাঙ্গিয়ে রাতের আঁধারে বাড়ির প্রচীর ভাঙ্গার অভিযোগ
বরিশালের গৌরনদীতে বাড়ির জায়গা দখলের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নাম ব্যবহার করে হামলা চালিয়ে বাড়ির টিনের বাউন্ডারি (প্রাচীর) ভাংচুরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসানের বিরুদ্ধে।
উপজেলার ধুরিয়াইল গ্রামের মৃত এসকেন্দার আলী সরদারের ছেলে মনির সরদারের টরকী বন্দর ছাগলহাট এলাকার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বাড়ির মালিক মনির সরদার অভিযোগ করে বলেন, বাড়ির জায়গা দখলের উদ্দেশ্যে টরকী বন্দর বনিক সমিতির সভাপতি শরীফ শাহাবুব হাসানের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে টরকী বন্দরের ছাগলহাট এলাকার আমার বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা আমার বাড়ির ভাড়াটিয়াদের জিম্মি করে বাড়ির চারপাশের দেওয়া টিনের বাউন্ডারি (প্রচার) ভেঙ্গে ফেলেছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছলে ইউএনও’র নির্দেশে টিনের বাউন্ডারি ভেঙ্গে ফেলেছেন বলে শাহাবুব শরীফ আমাকে বলেন। এ সময় শাহাবুব শরীফ ও তার ৮/১০ জন সহযোগী আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে ২/৩টি ভ্যান যোগ আমার বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। আমি ওইদিন রাতেই গৌরনদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এ ব্যাপারে বনিক সমিতির সভাপতি ও বিএনপি নেতা শরীফ শাহাবুব হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। তবে শুনেছি, মনির সরদার আবার টিনের বাউন্ডারী দিয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু আবদুল্লাহ খান জানান, বাউন্ডারি ভাঙ্গার নির্দেশ আমি বা আমাদের কোন কর্মকর্তা দেন নি। এটি সম্পূর্ন তার মনগড়া কথা। নিজের স্বার্থ হাসিলের জন্য তিনি (শরীফ সাহাবুব) যদি সরকারী কোন কর্মকর্তা বা কর্মচারীর নাম ভাঙ্গিয়ে এমন কর্মকান্ড করে থাকেন তাহলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’’