খেলা ধুলা
বিপিএল নিয়ে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক ইস্যু বরাবরই অমিমাংসিত এক বিষয় যেন। চলমান একাদশ আসরেও ক্রিকেটারদের বেতন বকেয়া নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে ক্রিকেটারদের অনুশীলন বর্জন করার মতো ঘটনাও ঘটেছে। সেই সঙ্গে ম্যাচ না খেলার হুমকিও দেওয়া হচ্ছে।
এবারের বিপিএলের শুরুটা হয়েছিল টিকিট নিয়ে অব্যবস্থাপনায়। যদিও সেই পরিস্থিতি কিছুটা কাটিয়ে উঠা গেছে। এর মধ্যে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে আবারও টুর্নামেন্টের মাঝপথে বেকায়দায় বিসিবি। এবার জরুরি মিটিং ডেকেছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থা। আজ (বুধবার) সন্ধ্যায় জুম মিটিংয়ে বসবেন বিসিবির কর্তাব্যক্তিরা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক। সন্ধ্যা সাড়ে ছয়টায় জুম মিটিংয়ে বসবেন বিসিবির পরিচালকরা। যেখানে উপস্থিত থাববেন বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বাকিরাও।