বরিশাল
কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১ টায় এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ওপেন হাউজ ডেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
এ সময় ওপেন হাউজ ডেতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ পুলিশ কমিশনারের নিকট নানান বিষয়ে তাদের সমস্যার কথা তুলে ধরলে তিনি ভুক্তভোগীদের উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডেতে আগত সর্ব সাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন, পিপিএম, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার /বন্দর থানা/এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) প্রণয় রায়, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানসহ থানার অন্যান্য অফিসার-ফোর্স, আগত সেবা প্রত্যাশী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।