বরিশাল
আওয়ামী লীগ সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছিলো-ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান বলেছেন, বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনায় ৩১ দফার বিকল্প নেই।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই জাতির প্রয়োজনে ৩১ দফা উত্থাপন করেছিলেন। সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে ৩১ দফার লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেছেন।
ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান আরও বলেছেন, সবাই সংস্কার চায়, আমরাও চাই। কারণ, শত শত মানুষ প্রাণ দিয়েছে বৈষম্যহীন বাংলাদেশের জন্যই। বিগত আওয়ামী লীগ সরকার মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিলো।
বিএনপি সরকার গঠন করলে জাতীয় সরকার গঠন করবে। সবার মতামতের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমরা সাধারণ জনতার মাঝে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি।
যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় এসে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এর বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও শৃঙ্খলার পাশাপাশি উন্নত এক বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হবে। এ সময় আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা এবং পৌর বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।