আগৈলঝাড়া
বরিশালে সড়ক দূর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী আহত
নিজস্ব প্রতিবেদক : বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিত মিনি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক স্বামী নিহত ও আরোহী স্ত্রী গুরুত্বর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা রাতে জেলার আগৈলঝাড়া উপজেলার বাইপাস ওভার ব্রিজের পশ্চিম পাশে।
ওইদিন রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে আগৈলঝাড়া থানার এসআই সমীর রায় জানান, নিহত নরেন্দ্রনাথ হালদার (৫৩) উপজেলার পশ্চিম সুজনকাঠি এলাকার প্রয়াত নারায়ণ হালদারের ছেলে। দুর্ঘটনায় আহত রিনা মন্ডলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আরও জানান, উপজেলার দুস্থ মানবতার হাসপাতালে কর্মরত স্ত্রী রিনা মন্ডলকে নিয়ে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন নরেন্দ্রনাথ হালদার।
এসময় দূর্ঘটনাস্থলে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা বালুবাহী শ্যালো ইঞ্জিনচালিক মিনি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নরেন্দ্রনাথ হালদারকে মৃত বলে ঘোষণা করেন। দূর্ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়েছে।