বরিশাল
বিসিসিতে পরিচ্ছন্নতা কর্মীকে ছাটাই করার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদ : বরিশাল সিটি কর্পোরেশনের ১৬০ জন পরিচ্ছন্নতা কর্মীকে ছাটাই করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় নগর ভবনের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বরিশাল সিটি কর্পোরেশন শ্রমিক ইউনিয়ন।
এসময় শ্রমিকরা বলেন, কোন ধরনের নোটিশ ছাড়াই ১৬০ শ্রমিককে ছাটাই করা হয়েছে। তাদের পুনঃ বহাল করতে হবে। এছাড়া পহেলা নভেম্বর থেকে সরকার নির্ধারিত বকেয়া বেতন প্রদানের দাবীও জানান।
তারা আরও দাবি করেন সরকারি প্রাপ্ত সুবিধা থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে। অবিলম্বে তাদের দাবি-দাওয়া মেনে না নেওয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিকরা। আয়োজিত মানববন্ধনে বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও ছাটাইকৃত শ্রমিকরা বক্তব্য রাখেন।