বরিশাল
ভোলায় আগ্নেয়াস্ত্র-গুলি ও হাতবোমাসহ প্রধান শিক্ষক আটক
ভোলায় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড তাজা গুলি ৪ টি হাতবোমা ও ১টি পাসপোর্টসহ তোফায়েল আহমদ ফরাজী (৫০) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ভোলা সদর উপজেলার মাস্টার কলোনি এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক তোফায়েল আহমদ ফরাজী ভোলা সদরের শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এদিন বেলা ১২ টায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোন বিসিজি বেইস ভোলার স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মিনহাজুর রহমান।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কমান্ডার মিনহাজুর রহমান জানান, দীর্ঘদিন ধরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজিরচর এলাকায় সন্ত্রাসী তোফায়েল আহমেদ ফরাজির নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী দল জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয় ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে জানা যায়।
গোপন সংবাদের ভিক্তিতে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক সদর উপজেলার মাস্টার কলোনি এলাকায় পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।অভিযান চলাকালে ওই এলাকা থেকে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র,দুই রাউন্ড তাজা গোলা,চারটি হাতবোমা ও একটি পাসপোর্টসহ সন্ত্রাসী তোফায়েল আহমেদ ফরাজিকে আটক করা হয়।
এ সময় তিনি আরও বলেন, জব্দকৃত সকল আলামতসহ আটককৃত সন্ত্রাসীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে প্রধান শিক্ষক তোফায়েল আহমেদকে হয়রানিমূলক মামলায় কোস্টগার্ড কর্তৃক গ্রেফতারের শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থী ও শিক্ষক নেতৃবৃন্দ। এদিন বেলা ১ টায় জেলা প্রশাসক কার্যালয় সামনে এ বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে।
এ সময় বক্তারা প্রধান শিক্ষকে মুক্তি না দিলে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান অচল করে দেয়ার হুঁশিয়ারি দেন। পরে প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ এর মুক্তির দাবিতে ভোলার জেলা প্রশাসককে মো. আজাদ জাহানের কাছে স্মারকলিপি দেওয়া হয়।