বরিশাল
হিজলায় গাঁজাসহ মাদকবিক্রেতা রাজিব আটক
বরিশালের হিজলা উপজেলায় ৫০০ গ্রাম গাঁজাসহ রাজিব রাঢ়ী নামক এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাঁজার চালানটি সরবরাহকালে বুধবার রাতে ত্রিশোর্ধ্ব এই যুবককে গুয়াবাড়িয়া ইউনিয়নের ঘোষেরচর এলাকায় হাতেনাতে ধরে ফেলা হয়।
পুলিশ জানিয়েছে, রাজিব গাজী দীর্ঘদিন ধরে নিজ গ্রামসহ আশপাশ এলাকাসমূহে মাদক বিক্রি করে আসছিল। বুধবার রাতে ৫০০ গ্রামের ওই গাঁজার চালানটি সে কোথায় নিয়ে যাচ্ছিল। আগাম খবরের ভিত্তিতে তাকে এসআই আমিনুরের নেতৃত্ব পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেছে।
হিজলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গোটা উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান চলছে। বুধবার রাতে আধা কেজি গাঁজাসহ রাজিব গাজী নামের একজনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে বিচারক কারাগারে পাঠিয়েছেন।’