পটুয়াখালী
পটুয়াখালীতে পতিতালয় থেকে লাফিয়ে পড়ে পা ভেঙেছে নারীর!
নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালী শহরের একটি পতিতালয়ে প্রাণ বাঁচাতে লাফিয়ে ভবন থেকে পড়ে এক নারী গুরুতর আহত হয়েছে। আহত ওই নারীর নাম চাঁদনি (ছদ্মনাম)। ভবন থেকে পড়ে গিয়ে চাঁদনির ডান পা ভেঙে গেছে।
গত বুধবার রাতে আহত হয়ে চাঁদনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে চাঁদনি তার গ্রামের বাড়ি ফিরে গেছে।
সাক্ষাতে কথা হলে চাঁদনি অভিযোগ করে বলেন, কাজের সন্ধানে গিয়ে পটুয়াখালী শহরের মালয়েশিয়া হোটেল নামক পতিতালয়ে আমার ঠাঁই হয়। একপর্যায়ে হোটেল মালিক বাবুল ওরফে ইয়াবা বাবুল আমাকে পতিতাবৃত্তিতে বাধ্য করতে চেষ্টা চালায়। গত বুধবার রাতে ওই পতিতালয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে নিজের আত্মসম্মান বাঁচাতে ওই পতিতালয় থেকে নিচে লাফিয়ে পড়ি। এতে করে আমি গুরুতর আহত হই। পরে শেবামেক হাসপাতালে ভর্তি হয়ে তিনদিন চিকিৎসাধীন ছিলাম। ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক আমাকে জানিয়েছেন পায়ে অস্ত্রোপচার করাতে হবে। বিশ্রাম শেষে আবার হাসপাতালে চিকিৎসা নিতে যেতে হবে। তাছাড়া পতিতালয়ের মালিক বাবুলের বিরুদ্ধে আমি আদালতে মামলা করার প্রস্তুতি নিয়েছি।
এদিকে পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, ওই নারীর পা ভেঙে গেছে কিনা আমি খোঁজ নিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।
তবে মালয়েশিয়া নামক পতিতালয়ের মালিকের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কলা করা হলেও তা বন্ধ পাওয়া। যেকারণে বাবুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।