বরিশাল
বরিশালে ৬০ পিস অ্যাম্পুল নেশার ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক : বরিশালে ৬০ পিস অ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশনসহ মোঃ রাসেল খান তুহিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। নগরীর সাগরদী নবগ্রাম রোড এলাকার খানবাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মোঃ রাসেল খান তুহিন নগরীর সাগরদী নবগ্রাম রোডের খানবাড়ির বাসিন্দা মোঃ খালেক খানের ছেলে।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সাগরদী নবগ্রাম রোড এলাকার খানবাড়িতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোঃ সাইফুল আলমের নেতৃত্বে এসআই মোঃ রাহাতুল ইসলাম, এএসআই রতন কুমার সিকদার, এএসআই শাহাদাত হোসেন অভিযান চালিয়ে মোঃ রাসেল খান তুহিনকে আটক করে। এসময় তার ঘর থেকে ৬০ পিস অ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ।