বরিশাল
পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে নির্যাতন তালাক দেওয়ার হুমকি।
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে অ-মানবিক নির্যাতন করে ঘর থেকে বের করে দিয়ে তালাক দেওয়ার হুমকির অভিযোগ পাওয়া গেছে।উপয়ন্ত না পেয়ে গৃহবধূ স্বামীর বাড়িতে অনশন করছেন। ৩ জানুয়ারি শুক্রবার দুপুর থেকে গৃহবধু তানিয়া বেগম স্বামী ইব্রাহিমের সাথে সংসার করবেন বলে এই দাবিতে অনশন শুরু করেন। গৃহবধূ তানিয়া উপজেলার ভরপাশা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আনোয়ার মল্লিকের কন্যা।
জানা যায়, পৌরসভার ৭ নং ওয়ার্ডের মোঃ সালাম রাঢ়ীর পুত্র ইব্রাহিমের সাথে ১৪ বছর আগে তানিয়ার সাথে পারিবারিকভাবে এক লক্ষ টাকা কাবিনে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৩ টি সন্তান হয়েছে বড় মেয়ে তামান্না সাত বছর বয়সে ২০১৯ সালে সড়ক দুর্ঘটনা মারা যান। বর্তমানে তাদের দুটি সন্তান রয়েছে। শিশু কন্যা আয়শা মনি (৬) ও মোঃ আবু তালহা (৫) বছর বয়স ।গৃহবধূ তা নিয়া আক্তার জানান ব্যবসা বড় করার জন্য আমাকে বাবা বাড়ি থেকে ১০ লক্ষ টাকা যৌতুকের জন্য চাপ দেয় এবং দীর্ঘদিন যাবত একাধিক নারীর সাথে পরকীয়ায় আসক্ত ( স্বামী) ইব্রাহিমকে পরকীয়া থেকে ফিরিয়ে আনতে বাধা দিলে অ-মানবিক নির্যাতন শুরু করে তার উপর।
তারই ধারাবাহিকতায় কিছুদিন পূর্বে তানিয়ার বুকের উপরে স্বজরে লাথি মারলে জ্ঞান হারিয়ে ফেলে প্রতিবেশীরা তার বাবাকে খবর দিলে তিনি এসে তানিয়াকে উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেন, ১৫ দিন ভর্তি থেকে কিছুটা সুস্থ হয়ে। তানিয়া বেগম তার স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন জাহার নাম্বার ৪২৯ তানিয়ার ভাই রেজাউল মল্লিক সংবাদ মাধ্যমকে জানান
সম্প্রতি থার্টিফার্স্ট নাইট ২০২৫ সে বাকেরগঞ্জ চৌমাথা সিনেমা হল সংলগ্ন এলাকায় এক নারীসহ ইব্রাহিমকে আটক করে স্থানীয়রা, অর্থের বিনিময়ে সেখান থেকে তিনি মুক্তি পান , এছাড়াও ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন জায়গায় তিনি একাধিক নারীকে সহ আটক হয়েছিলেন তিনি একটি চরম নারী আসক্ত, যার সংসারে ফুটফুটে দুটি বাচ্চা রয়েছে তিনি কি করে এমন কাজ করতে পারেন আমার বুঝে আসে না । তানিয়ার বাবা আনোয়ার মল্লিক সংবাদ মাধ্যমকে জানান পারিবারিকভাবেই তার মেয়েকে বিয়ে দেওয়া হয়েছিল বিয়ের পরে জামাইকে এক লক্ষ বিশ হাজার টাকায় একটি অটো বাইক কিনে দেওয়া হয়, কিছুদিন পরে সাড়ে পাঁচ লক্ষ টাকায় মিশুক গাড়ি কিনে দেওয়া হয়,এছাড়াও বিভিন্ন সময়ে একাধিক বার নগদ কয়েক লক্ষ টাকা দিয়েছেন,মেয়ের সুখের দিকে তাকিয়ে ৭ লক্ষ টাকার উপরে দিয়েছি। সম্প্রতি ১০ লক্ষ টাকা যৌতুক দাবি করে আমার মেয়েকে অমানবিক নির্যাতন করেন। ফুটফুটে দুটি সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি আমার মেয়েকে তার শ্বশুরবাড়িতে পাঠিয়েছি।
তালাকের বিষয়ে জানতে চাইলে তানিয়া বলেন আমরা এখন পর্যন্ত কোন নোটিশ পাইনি। দুই মাস যাবত বাবার বাড়িতে বসবাস করে আসছিলাম। আজকে স্বামীর ঘরে অবস্থান করেছি।
এ বিষয় জানতে চাইলে ইব্রাহিম পরকীয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, আমার স্ত্রী তানিয়া দীর্ঘদিন থেকে আমার অবাধ্য হয়ে চলাফেরা করে। কারণে অকারণে সংসারে ঝামেলা লেগেই থাকে। আমি দুই মাস আগেই তাকে আদালতের মাধ্যমে তালাক দিয়েছি। সে এখন আমার আর স্ত্রী নেই। আজ কোন অধিকারে আমার বাড়িতে আসলো।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান ঘটনাটি শুনেছি তবে তানিয়াদের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি। তানিয়ার স্বামী ইব্রাহিম , লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।