বরিশাল
আজ বরিশালে দোস্ত উৎসব মাতাবেন লালন ব্যান্ড
বরিশাল নগরীর একটি অরাজনৈতিক সংগঠন দোস্ত কল্যান পরিষদ। এর বাৎসরিক আয়োজন দোস্ত উৎসব আজ শুক্রবার (২০জানুয়ারি)। দিনব্যাপী রয়েছে নানান প্রোগ্রাম।
প্রায় সারে তিনশো বন্ধুবান্ধব মিলে এই দোস্ত উৎসবের আয়োজন করেছেন তারা। তাদের এই উৎসব মাতাতে ঢাকার লালন ব্যান্ড ও আরেক ব্যান্ড তারকা মিনার যোগ দিবেন অনুষ্ঠানে।
দোস্ত উৎসবের আয়োজকরা জানান, তাদের দোস্ত কল্যান পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনটি করোনা কালিন সময় ও বিভিন্ন সময়ে মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।
শুধু তাই নয়, দোস্ত কল্যান পরিষদের একটি নির্দিষ্ট মাসিক চাঁদা তাদের বন্ধুবান্ধবের ভিতরে যারা অস্বচ্ছল তাদেরকে সহযোগীতা করে আসছে দীর্ঘদিন যাবত।
আজ শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত রয়েছে দোস্তদের নানান আয়োজন। রাতে এই অনুষ্ঠানে যোগ দিবেন লালন ব্যান্ডের সুমি ও আরেক ব্যান্ড তারকা মিনার।
এছাড়া দোস্ত কল্যান পরিষদের এই অনুষ্ঠানে যোগ দিবেন বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বরিশালের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।