বরিশাল
শ্বশুরকে সৌদি প্রবাসীর কাফনের কাপড় উপহার, রাগ করে স্বামীকে স্ত্রীর তালাক
নিজস্ব প্রতিবেদক : পবিত্র মক্কা ও মদিনার দেশ সৌদি আরব থেকে ছুটিতে দেশে ফেরার সময় অন্যান্য মালামালের সাথে মেয়ে জামাতা তার শ্বশুড়ের জন্য শ্রেষ্ঠ উপহার হিসেবে বিবেচনা করে কাফনের কাপড় এনে চরম বিপাকে পরেছেন।
এতে রিতীমতো চরম বিব্রতকর অবস্থায় পরেছেন বরিশাল নগরীর বাসিন্দা ও সৌদি প্রবাসী মো. রফিক হোসেন (৩০)। রবিবার সকালে হতাশ রফিক বলেন, আমি শুধু ভালো কিছু করতে চেয়েছিলাম। কখনো ভাবিনি এটি এমন বিপর্যয় ডেকে আনবে। কোন কিছুতেই স্ত্রী শিলা আক্তারের (২৫) রাগ ভাঙানো যাচ্ছেনা।
সূত্রমতে, কয়েকদিন পূর্বে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন রফিক হোসেন। প্রবাস থেকে বাড়িতে ফেরার সময় শ্বশুর বাড়ির লোকজনের জন্য বেশ কিছু উপহার আনা হয়। সাথে রফিক তার শ্বশুরের জন্য পবিত্র মক্কা ও মদিনার দেশ সৌদি আরব থেকে উন্নত মানের কাফনের কাপড় ক্রয় করে আনেন। তিনি (রফিক) মনে করেছিলেন, এটি একটি পবিত্র এবং চিরকালীন উপহার, যা মৃত্যুর পর কাজে লাগবে। কিন্তু উপহারটি শ্বশুর বাড়ির লোকজনের কাছে প্রশংসার বদলে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে।
রফিক হোসেন বলেন, শ্বশুর পরিবারের সবাই উপহারটি দেখে বিস্মিত হয়েছেন। এমনকি আমরা (রফিক) স্ত্রী শিলা আক্তার এই উপহারকে অপমানজনক মনে করছে। সে (শিলা) রাগান্বিত হয়ে বলেছে, তুমি আমার বাবার মৃত্যু কামনা করছো বলেই এমন একটি উপহার এনেছো।
রফিক আরও বলেন, আমি বারবার শিলাকে বোঝানোর চেষ্টা করেছি, এটি কেবল একটি ধর্মীয় উপহার এবং আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিলোনা। তবে শিলা ও তার পরিবারের সদস্যরা কোন কিছুতেই তা মানতে নারাজ। সর্বশেষ এনিয়ে পরিস্থিতি এতোটাই জটিল হয়ে উঠেছে যে, শিলা আমাকে (রফিক) তালাক দেয়ার কথা জানিয়ে দিয়েছে।