বরিশাল
বরিশালে জলবায়ু পরিবর্তন ও মানব পাচার বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তন ও মানব পাচারের আন্তঃসম্পর্ক বিষয়ে বিপেমস অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় বরিশালের সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে বেসরকারী সংস্থা আভাসের আয়োজনে এবং উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগীতায় দিনব্যাপী জলবায়ু পরিবর্তন ও মানবপাচার রোধে কি করণীয় তার নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মাদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন- জেলা মসৎ অফিসার রিপন কান্তি, জেলা সমাজসেবা কার্যলয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, বরিশাল সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী, জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, জেলা কর্মসংস্থান জনশক্তির সহকারী পরিচালক কে.এস সাহাবুদ্দিন আহম্মেদ, উইনরক ইন্টারন্যাশনালের ট্রেনিং এন্ড ক্যাপসিটি বিল্ডিং স্পেশালিস্ট তানভির শরিফ, রিজিওনাল কো-অডিনেটর কেএস মুজিবুল আলম, বিসিসিপি’র প্রোগ্রাম ম্যানেজার মোঃ জুনারিদুল ইসলাম প্রমূখ।