বরগুনা
বরগুনায় রিফাত হত্যা মামলায় জামিনে থাকা আসামি রিশান ফরাজী গ্রেপ্তার
বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার জামিনে থাকা আসামি রিশান ফরাজীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার রাতে পৌর শহরের ধানসিঁড়ি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান জানান, গত ৪ আগস্ট বরগুনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। হাসিনা সরকারের পতনের পর গত ৯ সেপ্টেম্বর এক শিক্ষার্থী ২৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৫০/৬০ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন।
তিনি আরও জানান, ওই মামলার তদন্তে নেমে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রিশান ফরাজীর জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। একই বছরের ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়।
রিফাত হত্যা মামলায় প্রধান কিশোর আসামি করা হয় রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজীকে। ২০১৯ সালে তার বয়স ছিলো ১৭ বছর। চার বছর কারাগারে থাকার পর জামিনে মুক্তি পান রিশান।