কলাপাড়া
পটুয়াখালীতে মাছবোঝাই পিকআপের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের
পটুয়াখালীর কলাপাড়ায় মাছবোঝাই পিকআপের ধাক্কায় মো. ইউসুফ হাওলাদার (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার নীলগঞ্জ টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত ইউসুফ হাওলাদার উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের বাসিন্দা। তিনি মৃত তাহের হাওলাদারের ছেলে। কলাপাড়ায় সত্তার মুদির দোকানের কর্মচারী ছিলেন ইউসুফ।
প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক মাহবুব জানান, মৃত ইউসুফ প্রতিদিনের মতো আজ সকালে বাইসাইকেলযোগে বাসা থেকে পৌর শহরে যাচ্ছিলেন। এসময় মহিপুর থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী একটি মাছভর্তি পিকআপ ইউসুফকে ধাক্কা দেয়। আহত অবস্থায় ঘটনাস্থলে থাকা লোকজন ইউসুফকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিমে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম বলেন, ‘মৃত ব্যক্তির মরদেহ বরিশাল শেরে বাংলা মেডিকেলে রয়েছে। ঘটনার পরপরই আমরা চালককে আটক করেছি। মৃতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি।’