খেলাধুলা
বরিশাল শিবিরে যোগ দিয়ে বিপাকে দেশের ৪ স্পিনার
দুর্বার রাজশাহীকে হারিয়ে বিপিএলের ১১তম আসরে শুভসূচনা করেছে ফরচুন বরিশাল। এবারের বিপিএলে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল তারা। জাতীয় দলের এক ঝাঁক তারকা ক্রিকেটার দলে থাকায় মিনি জাতীয় দল খেতাব পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
এবারের বিপিএলকে সামনে রেখে মোট ১৫ জন দেশি ক্রিকেটারকে দলে নিয়েছে বরিশাল। যার মধ্যে ৯ জন জাতীয় দলের তিন ফরম্যাটের কোনো না কোনো দলের হয়ে খেলছেন। তারা হলেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেন চৌধুরী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম।
এ ছাড়াও দলটির অধিনায়ক হিসেবে রয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। সেরা দল গড়লেও বরিশালে নাম লিখিয়ে বিপাকে পড়েছে তাইজুল ইসলাম, রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। বরিশালের প্রথম ম্যাচে জায়গা পাননি রিশাদ ও তাইজুল।
অথচ জাতীয় দলের টেস্টে তাইজুল, টি-টোয়েন্টি ও ওয়ানডেতে অটোচয়েজ রিশাদ। এ ছাড়াও জাতীয় দল থেকে আশা যাওয়ার মধ্যে রয়েছেন তানভীর ইসলাম ও নাঈম হাসান। কিন্তু বর্তমান সময়ের এই সেরা তিন স্পিনারকে দলে নিয়ে বিপিএলে ম্যাচ পাওয়া নিয়ে শঙ্কা তৈরি করেছে বরিশাল।
এবারের বিপিএলে এক ম্যাচে দুইটি দেশি স্পিনার নিয়ে একাদশ গড়া সম্ভব না বললেই চলে। কারণ, স্পিনারদের স্বর্গ নামে পরিচিত মিরপুরের উইকেটে ব্যাপক পরিবর্তন এনেছে বিসিবি। অনুষ্ঠিত হওয়া চার ম্যাচেই বড় পুঁজি পেয়েছে দলগুলো। এ ছাড়াও সিলেট এবং চট্টগ্রামেও দুইজন দেশি স্পিনার খেলানো অসম্ভব বরিশালের জন্য।
যার মূল কারণ, মোহাম্মদ নবি। স্পিন অলরাউন্ডার হিসেবে বরিশালের একাদশে নিয়মিত জায়গা পাবেন এই আফগান ক্রিকেটার। তাই একাদশে দুটি স্পিনার হয়ে যাচ্ছে। আর পেস ইউনিটে রয়েছেন কাইল মায়ার্স, শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ ইবাদত হোসেন চৌধুরি ও রিপন মন্ডল।
পেসার কমিয়ে যদি দুইজন দেশি স্পিনারকেও যদি সুযোগ দেন তামিম ইকবাল, তবুও দুইজন স্পিনার বেঞ্চে বসে থাকবেন। কিন্তু চার জন্য বাংলাদেশ ক্রিকেটকে ভবিষ্যৎতে লিড দেওয়ার মতো ক্ষমতা রয়েছে। তাদের বিপিএলে ম্যাচ না পাওয়া অনেক হতাশার।
বিপিএলে বরিশালের স্কোয়াড:
দেশি ক্রিকেটার: তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাওহিদ হৃদয়, ইবাদত হোসেন চৌধুরী, রিশাদ হোসেন, রিপন মন্ডল, আরিফুল ইসলাম, তানভির ইসলাম, শহিদুল ইসলাম, প্রিতম কুমার, ইকবাল হোসেন ইমন
বিদেশি ক্রিকেটার: ডেভিড মালান (ইংল্যান্ড), মোহাম্মদ নাবি (আফগানিস্তান), কাইল মায়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), জাহান্দাদ খান (পাকিস্তান), মোহাম্মদ আলি (পাকিস্তান), জেমস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিসাঙ্কা (শ্রীলঙ্কা), মোহাম্মদ ইমরান (পাকিস্তান), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান)