উজিরপুর
উজিরপুরে সরকারি খাল ও রাস্তা দখলমুক্ত করার লক্ষে পরিদর্শনে ইউএনও
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ভূমিদস্যুদের কবল থেকে সরকারি রাস্তা ও খাল দখলমুক্ত করার লক্ষে পরিদর্শন করেছেন নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনভর সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামে তিশা ও কবিতা ডেইরী ফার্মসহ বিভিন্ন স্থানে পরিদর্শন করেন তিনি। এছাড়া উজিরপুর টু সাতলার বিভিন্ন বাজার ও অলি-গলিতে গরীব দুখী মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
তিনি সাতলা, হারতাসহ বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন রাড়ী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এদিকে হতদরিদ্ররা শীতবস্ত্র কম্বল পেয়ে ভেজায় খুসি। একদিকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ এবং অপরদিকে ভূমিদস্যুদের কবল থেকে সরকারি রাস্তা ও খাল দখল মুক্ত করার লক্ষে সাতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে পরিদর্শন করায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।