বরিশাল
চরমোনাইতে পাওনা টাকা চাওয়ায় ভাগ্নের ওপর মামার হামলা, ঝলসে গেল স্ত্রী-সন্তান
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার চরমোনাইতে পাওনা টাকা চাওয়ায় মামার হামলায় ভাগ্নের পরিবারের ৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ৯ মাসের শিশু সাফিন ও তার মা শান্তা বেগম গরম ডালের উপর পড়ে ঝলসে গেছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে চরমোনাই ইউনিয়েনের ৭ নং ওয়ার্ডের চরমোনাই গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে মোঃ ইকবাল (২২), তার স্ত্রী শান্তা বেগম ও তাদের ৯ মাসের বাচ্চা সাফিন।
অভিযুক্ত হলেন- একই গ্রামের মৃত সোবাহান মোল্লার ছেলে জসিম মোল্লা (৪০)। তিনি আহত ইকবালের মামা।
আহতের পরিবার সূত্রে জানা গেছে- জসিম মোল্লার কাছে ৬ হাজার টাকা পেতেন ইকবাল। বেশ কয়েকবার টাকা জন্য তাগাদা দিলেও সেই টাকা পরিশোধ করেন নি জসিম। সবশেষ রোববার দুুপুরে ইকবাল পাওনা টাকা চাইতে গেলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন জসিম। এতে মাটিতে লুটিয়ে পড়েন ইকবাল। এ সময় ইকবালকে বাঁচাতে তার স্ত্রী শান্তা ছুটে আসলে তাকে ধাক্কা মারে জসিম। এতে শান্তার কোলে থাকা ৯ মাসের শিশু সাফিনকে নিয়ে পাশে রাখা গরম ডালের পাতিলের উপরে পরলে শান্তা ও সাফিনের শরীরে সিংগভাগ ঝলসে যায়। পরে স্থানীয় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসক তাদের ঢাকায় রেফার করেন।
আহত ইকবাল বলেন- আমি জসিম মামার কাছে পাওনা ৬ হাজার টাকা চাইতে গেলে আমাকে গালাগাল শুরু করে। আমি এর প্রতিবাদ করলে আমার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে আমি মাটিতে পড়ে যাই। তখন আমার স্ত্রী সন্তানকে কোলে নিয়ে এগিয়ে আসলে তাকে ধাক্কা মেরে গরম ডালের পাতিলের উপরে দেয়। এতে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ ঝলসে যায়। আমি এর বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত জসিমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন- বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।