বরিশাল
বাকেরগঞ্জে অজ্ঞান করে ঘরের সর্বস্ব লুট, ঘটনাস্থলে জামায়াত নেতৃবৃন্দ
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মাওলানা আবু সাইদের বাড়িতে এক অভিনব দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে সকলকে চেতনানাশক স্প্রে করে পরিবারের সকলকে অজ্ঞান করে ঘরের সর্বস্ব লুট করে দুর্বৃত্তরা। এরপর গুরুতর অসুস্থ চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। মোবাইল স্বর্ণালংকার ও নগদ টাকাসহ অনেক মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ খবর শুনে ঘটনাস্থলে ছুটে গেলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি ও বাকেরগঞ্জের সম্ভাব্য এমপি প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। তিনি ভুক্তভোগী পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করে বলেন, আমাদের সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, অত্যাচার ও জুলুম নির্মুল করতে হলে ইসলামি সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই। তাছাড়া আইনি ব্যবস্থা গ্রহণে ভুক্তভোগী পরিবারের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় তার সাথে বাকেরগন্জ উপজেলা জামায়াতের মাজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম আল আমিন, ওলামা বিভাগ টিম সদস্য মাওলানা ইদ্রিশ আলম, মাওলানা রুহুল আমিন, মাস্টার রুহুল আমিন, শহিদুল ইসলাম নয়ন, জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আনোয়ার হাওলাদার, মাওলানা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ভুক্তেভোগী মাওলানা আবু সাইদের ছেলে জাকারিয়া মাহমুদ বলেন, ৯ জুলাই গভীর রাতে ঘরের পশ্চিম পাশের জানালা ভেঙ্গে দুর্বৃত্তরা ওঠে। এরপর ঘরের সকলকে স্প্রে করে অজ্ঞান করে স্বর্ণালংকার, মোবাইল, নগদ টাকা সহ অনেক মালামাল লুট করে নিয়ে গেছে। প্রাথমিকভাবে বাকেরগঞ্জ থানায় একটি জিডি করেছি। পরবতির্তে মামলার প্রস্তুতি রয়েছে। এই বিপদের মুহুর্তে জামায়াত নেতারা আমাদের বাড়িতে এসে আশ্বস্ত করায় আমরা মনোবল ফিরে পাচ্ছি। সকলের সহযোগিতা কামনা করছি।