বরিশাল
ব্যবসায়ীকে মাথা থেঁতলে হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের ৩ নম্বর ফটকে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীরা। শুক্রবার (১১ জুলাই) রাত ১০টায় ববির বিজয় -২৪ আবাসিক হল থেকে বের হয়ে গ্রাউন্ড ফ্লোরে ঘুরে ঢাকা পটুয়াখালী মহাসড়কে প্রতিকী অবস্থান নেয়। এসময় তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানায়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, প্রকাশ্যে নৃশংসভাবে একজন মানুষকে শত শত মানুষের সামনে হত্যা করা হলো, তার বিচার আমরা দ্রুত চাই। সমাজে এমন বর্বরতার কোনো স্থান নেই।”
শুক্রবার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে চাঁদা তুলাকে কেন্দ্র করে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত শতাধিক মানুষের সামনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ভয়াবহতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা দেখা হয়।
নৃশংস এ হত্যার ঘটনায় ববির শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আনুমানিক রাত ৯ টা ৪৫ মিনিটে বিক্ষোভ মিছিলের ডাক দেন। এক ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে বলা হয় ,” বিক্ষোভ মিছিল টি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হবে। এ ছাড়াও উক্ত হত্যার দ্রুত বিচারের দাবিতে প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।