পটুয়াখালী
পটুয়াখালী জেলা আ.লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার
পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল বোসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, উজ্জ্বল বোস পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির ঘনিষ্ঠ হিসেবে বিগত সরকারের আমলে সালিস ও তদবির-বাণিজ্য করে বেড়াতেন এবং তাঁর বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা রয়েছে।
ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘অ্যাডভোকেট উজ্জ্বল বোসের বিরুদ্ধে নিয়মিত মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে শুক্রবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’