বরিশাল
বরিশালে ট্রিপল মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ১৫ বছর পর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : বরিশালে ১৫ বছর ধরে পালিয়ে থাকা ট্রিপল হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শামিমকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার রাতে ঢাকার বাড্ডা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি বলেন, ‘নগরীর দপ্তরখানায় ২০০৯ সালে তিনজনকে হত্যা করে পালিয়ে যাওয়া আসামি শামিমকে বুধবার রাতে ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে ২০০৯ সালে নিজের মা, ভাইয়ের বউ ও তার সন্তানকে হত্যা করে পালিয়ে যায় শামিম। তখন হত্যাকাণ্ডের ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন শামিমের ভাইয়ের শ্বশুর আজিজ মল্লিক। সেই মামলায় শামিমকে ২০১১ সালে ফাঁসির আদেশ দেন আদালত। ঘটনার পর থেকেই পালিয়ে ছিল শামিম।
তিনি বরিশাল নগরীর দপ্তরখানা এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
মামলার বাদী আজিজ মল্লিক বলেন, পারিবারিক দ্বন্দ্বের জেরে শামিম তার মাকে হত্যা করে। তখন আমার মেয়ে শিমু হত্যা করতে দেখে ফেলায় তাকেও হত্যা করে শামিম।
তিনি আরও বলেন, আমার মেয়ে তখন সাত মাসের অন্ত:স্বত্বা ছিল। হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় শামিম। ১৪ বছর পরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করায় কোতোয়ালি পুলিশকে ধন্যবাদ জানিয়ে হত্যাকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তিনি।