জাতীয়
ফায়ার ফাইটারকে ট্রাকচাপা, চালক-হেলপার কারাগারে
সচিবালয়ে আগুন নেভানোর সময় ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার চালক বেলাল হোসেন ওরফে সুমন ও হেলপার মো. ফরহাদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর আসামিদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনের মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক আমিরুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ঘটনায় ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের এপি মো. রুহল আমিন মোল্লা বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন।
এজাহারে বলা হয়, বৃহস্পতিবার রাত ২টার দিকে সচিবালয়ের আগুন লাগে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে টিম সেখানে যায়। এরপর রাত ৩টা ১০ মিনিটে ফায়ার সার্ভিসের ডেলিভারি হোজ নিয়ে সচিবালয়ের মেইন গেটের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় গুলিস্থান জিরো পয়েন্ট থেকে কাওরান বাজারগামী ট্রাকে আসামিরা দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে ফায়ার ফাইটার মো. সোয়ানুর জামান নয়নকে চাপা দেয়।
এসময় নয়নের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত আঘাতপ্রাপ্ত হন। তাৎক্ষণিক আমিসহ আমাদের সহকর্মীরা উপস্থিত লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত ছাত্র ও সাধারণ জনতা ঘাতক ট্রাকের চালক বেলাল হোসেন ওরফে সুমন ও হেলপার ফরহাদকে ট্রাকসহ আটক করে।