বরিশাল
প্রচার মাইকের শব্দদূষণে অতিষ্ঠ শিক্ষার্থীরা
বরিশাল বাকেরগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, এসব ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অনেক প্রতিষ্ঠানেই নেই বৈধ কাগজপত্র।
বাকেরগঞ্জ উপজেলা সদরে প্রায় ডজনখানেক ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক রয়েছে। এসব ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের কাছে টানতে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত অটোরিকশায় মাইকিং করছেন ক্লিনিক গুলোর মালিকগণ।
বাকেরগঞ্জ পৌর এলাকা থেকে শুরু করে বরিশাল পটুয়াখালী মহাসড়কে লেবুখালী সেনানিবাস পর্যন্ত ও বোয়ালিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয় গিয়ে শেষ হয়। আবার গারুরিয়া ইউনিয়ন থেকে নিয়ামতী ও পাদ্রী শিবপুর ইউনিয়ন হয়ে শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয় গিয়ে শেষ করে প্রচার মাইকিং। বাকেরগঞ্জ পৌর সভা ও চারটি ইউনিয়নে রাস্তার পাশেই রয়েছে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই শুরু হয় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রচার মাইকের শব্দ । আর এই শব্দদূষণে ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম।
বেশ কয়েকদিন ধরে এবিষয়ে সোসাল মিডিয়ায় ফেইসবুকে খোব প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ ও শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের অভিভাবকগন।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের অভিভাবকগন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছে প্রতিকার প্রত্যাশা করেছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন আমরা ইদানিং লক্ষ্য করছি প্রচার মাইকের শব্দদুশনে অফিস আদালতের ও শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম ব্যাহত হচ্ছে। বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ সংশ্লিষ্ট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে অফিস চলাকালে মাইকিং না করার জন্য অনুরোধ জানান।