গৌরনদী
গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে বাস খালে, ২০ যাত্রী আহত
বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী একটি বাস ব্রিজের রেলিং ভেঙে খালে পড়ে যায়। রাজধানী ঢাকা থেকে সোমবার (০৭ জুলাই) গভীর রাতে বাসটি বরগুনার উদ্দেশে রওনা দিয়ে আসলে পথিমধ্যে উপজেলার কাসেমাবাদ এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে ২০ যাত্রী আহত হলে তাদের তাৎক্ষণিক উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ভর্তি করা হয়।
পুলিশ জানিয়েছে, মামুন স্পেশাল নামক বাসটি ৪২ যাত্রী নিয়ে বরগুনার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে রাত ৩টার দিকে উপজেলার কাসেমাবাদ এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে ব্রিজের রেলিং ভেঙে বাসটি নিচে খালে পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ ও যাত্রীদের চিৎকারে স্থানীয়দের ঘুম ভেঙে যায়। এবং তারা ছুটে এসে আহতের উদ্ধারে সহযোগিতা করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ১০ জন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু রয়েছে।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আমিনুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এবং তিনি জানান, ২০ জনের মতো আহত হলেও তাদের মধ্যে ১০ জনের অবস্থা কিছুটা গুরুতর। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে, জানিয়ে ফায়ার সার্ভিস বলছে, বাসটি উদ্ধার কাজ চলছে।’