তজুমদ্দিন
ভোলায় বিধবা নারীকে ধর্ষণ, দুই আসামি গ্রেপ্তার
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নে বিধবা নারীকে (৩৫) ধর্ষণ করে মোবাইলে ভিডিও ধারণের ঘটনায় করা মামলার প্রধানসহ ২ আসামিকে গ্রেপ্তার করেছে তজুমদ্দিন থানা পুলিশ।
সোমবার (৭ জুলাই) রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, চাচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আবুল কালামের ছেলে গিয়াস উদ্দিন (৩৫) ও মো. আলমের ছেলে মো. রাসেল (২৬)।
তজুমদ্দিন থানার ওসি মহাব্বত খান জানান, সোমবার রাতে তজুমদ্দিন থানা পুলিশের দুটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় পৃথক অভিযান চালিয়ে চর কচুয়া এলাকা থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিনকে ও চর লতিফ এলাকা থেকে অপর আসামি মো. রাসেলকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার ভুক্তভোগী নারীর বড় ভাই বাদী হয়ে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। উল্লেখ্য, গত (১০ জুন) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘরের বাইরে বের হলে মুখ চেপে ধরে গিয়াস উদ্দিন ওই নারীকে ধর্ষণ করেন এবং সঙ্গে তার ভিডিও ধারণ করে পালাক্রমে ধর্ষণের চেষ্টা করলে ঝাপটা মেরে চলে যেতে সক্ষম হন ভুক্তভোগী নারী।
পরে কথামতো না চললে ভাইকে মাদক মামলায় ফাঁসানো ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন অভিযুক্তরা। এ ঘটনায় তজুমদ্দিন থানায় ২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।