বরিশাল
সোলারে চলা ঘাস কাটার মেশিন উদ্ভাবন করলেন পলিটেকনিক শিক্ষার্থীরা
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের একদল শিক্ষার্থী পরিবেশবান্ধব ও বিদ্যুৎ-সাশ্রয়ী সোলার চালিত ঘাস কাটার মেশিন উদ্ভাবন করেছেন। সৌরশক্তি ব্যবহার করে চালিত এই মেশিনটি পরিবেশের কোনো ক্ষতি না করে দীর্ঘ সময় ধরে কাজ করতে সক্ষম।
ঘাস কাটার মেশিনটি তৈরি করেছেন ৫ম ও ৭ম পর্বের শিক্ষার্থীরা। মেশিনটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ডিসি মোটর, সোলার প্যানেল, রিচার্জেবল ব্যাটারি ও ধারালো ঘূর্ণনক্ষম ব্লেড সংযুক্ত করা হয়েছে, যা সোলার প্যানেলের মাধ্যমে চার্জ হয়ে কাজ করতে পারে।
শিক্ষার্থীদের মধ্যে প্রকল্পটির টিম লিডার মো. হাসান হোসেন বলেন, আমরা এই প্রজেক্টটি করেছি যেন ভবিষ্যতে কৃষি ও সৌন্দর্য রক্ষায় সহজে ব্যবহারযোগ্য একটি সাশ্রয়ী সমাধান দিতে পারি। বিদ্যুৎ না থাকলেও এটি কাজ করতে পারে এবং ব্যয়ও তুলনামূলক কম। পরিবেশবান্ধব প্রযুক্তির দিক বিবেচনা করেও এটি তৈরি করা হয়েছে।
হাসান আরও বলেন, এই ঘাস কাটার যন্ত্রটি তৈরি করতে কিছু প্রয়োজনীয় উপকরণ ও যন্ত্রাংশ লেগেছে। এর মধ্যে রয়েছে একটি সোলার প্যানেল, একটি রিচার্জেবল ব্যাটারি, একটি ডিসি মোটর, কাটার ব্লেড, একটি ফ্রেম, চাকা, তার, কানেক্টর, সুইচ এবং কিছু ছোট যন্ত্রাংশ।
আরেক শিক্ষার্থী রাহাত খান বলেন, প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়, তারপরও বিভিন্ন উপকরণ দিয়ে যদি আরও কিছু সহযোগিতা করা হয় তাহলে আরও নতুন নতুন প্রযুক্তি নির্ভর উদ্ভাবন সম্ভব।
মেকানিক্যালের চিফ ইন্সট্রাক্টর ও পাওয়ার বি।ভাগের প্রধান অমল কৃষ্ণ রায় বলেন, আমাদের শিক্ষার্থীরা যেভাবে বাস্তবমুখী উদ্ভাবনের দিকে এগিয়ে যাচ্ছে, তা অত্যন্ত আশাব্যঞ্জক। এই ধরনের প্রকল্প শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষার পাশাপাশি প্রযুক্তির বাস্তব প্রয়োগ শেখার সুযোগ তৈরি করে দেয়।
ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. রকিব উল্লাহ বলেন, এটা আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। এই উদ্ভাবন শুধু শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাই তুলে ধরেনি বরং আগামী দিনে টেকসই প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়ার বার্তাও দিয়েছে। আমরা চেষ্টা করব এই প্রজেক্টকে আরও উন্নত করে বড় পরিসরে প্রদর্শন করার সুযোগ করে দিতে।